• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

`‌বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়` 

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

`‌বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়'                     
প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে বাঙালির মুক্তির সংগ্রাম ও প্রতিটি সংকটময় মুহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

গতকাল সোমবার বঙ্গমাতা শেখ  ফজিলাতুন নেছা মুজিব এবং ক্যাপ্টেন শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার মিরপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শেখ রাসেল মঞ্চে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অনুপ্রেরণা। বঙ্গবন্ধুকে খোকা থেকে বঙ্গবন্ধু ও জাতির পিতা বানানোর পেছনে বঙ্গমাতার অবদান সবচেয়ে বেশি। এছাড়া তিনি দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা যুগিয়েছেন এবং অনেককে সাধ্যমতো অর্থ সাহায্য করেছেন।

তিনি বলেন, শহিদ শেখ কামাল বাংলাদেশের যুব সমাজের রোল মডেল। তিনি  নিরহংকারী, নম্র,ভদ্র ও বিনয়ী যুবক। আমাদের সবাইকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় ভূমিকা পালন করতে হবে।

সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –